চাল রপ্তানির কথা বিবেচনা করছে সরকার
কৃষকদের লাভের কথা বিবেচনা করে সরকার চাল রপ্তানির কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে তিনি এটাও বলেছেন যে, দেশের চাহিদা পূরণের পরই কেবল চাল রপ্তানি হতে পারে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। উচ্চ পর্যায়ে বৈঠক করে আগামী ১৫-২০ দিনের মধ্যেই একটি সিদ্ধান্ত নিতে পারব। তবে শুধুমাত্র উদ্বৃত্ত চাল রপ্তানি করা হবে।
চাল রপ্তানি করা হলে দেশের বাজারে তার নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, “বাজারের ওপর চাল রপ্তানির প্রভাব পড়বে না। গত বছর লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ১৩ লাখ টন চাল আমরা বেশি উৎপাদন করেছিলাম। প্রতিবছর সার্বিকভাবে ২০ থেকে ২৫ লাখ টন চাল আমাদের উদ্বৃত্ত থাকছে।”
Comments