৩৮.৫ কোটি টাকার ফসল নষ্ট করেছে ‘ফণী’

দেশের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলের জেলাগুলো দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফণী মোট ৬৩,০৬৩ হেক্টর জমির ফসল নষ্ট করেছে। ঘূর্ণিঝড়টির কারণে ২০৯টি উপজেলায় এই ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩৮ কোটি টাকা। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আজ এসব তথ্য জানিয়েছেন।
দেশের ৫৩ হাজার একর জমির ফসল নষ্ট করেছে ঘূর্ণিঝড় ফণী। ছবি: আনোয়ার আলী

দেশের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলের জেলাগুলো দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফণী মোট ৬৩,০৬৩ হেক্টর জমির ফসল নষ্ট করেছে। ঘূর্ণিঝড়টির কারণে ২০৯টি উপজেলায় এই ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩৮ কোটি টাকা। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আজ এসব তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কৃষিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩৫ জেলায় ১৩,৬৩১ জন কৃষকের ফসলহানি হয়েছে। জমির পরিমাণের দিক থেকে ৫৫,৬০৯ হেক্টর বোরো ধান, ৬৭৭ হেক্টর ভুট্টা, ৩,৬৬০ হেক্টর শাকসবজি, ২,৩৮২ হেক্টর পাট ও ৭৩৫ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর।

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি উদ্যোগে বীজ, সার ও নগদ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago