গতির ঝড় তোলা পেসারকে বিশ্বকাপে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে চমক হয়েই দলে এসেছিলেন আনরিক নরকিয়া। মাত্র ৪ ওয়ানডে খেলা এই পেসার আলাদা নজর কেড়েছিলেন তার গতির জন্য। কিন্তু বিশ্বকাপে সে গতি আর দেখা হচ্ছে না। চোটের কারণে ছিটকে গেছেন তিনি।
গোড়ালি এবং কাঁধের চোট কাটিয়ে ওয়ানডেতে নেমেছিলেন নরকিয়া। কিন্তু ডান হাতের বুড়ো আঙুল ভেঙে নতুন করে চোটে পড়েন তিনি। এই অবস্থায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ২৫ বছর বয়েসী নরকিয়া। তার জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়েছে ক্রিস মরিসকে।
নরকিয়ার চোটের খবর জানিয়ে দক্ষিণ আফ্রিকার দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি, ‘দ্রুতই তাকে সার্জনের কাছে যেতে হবে, অস্ত্রোপচার লাগবে। অন্তত আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছে সে।’
৩০ মে বিশ্বকাপের প্রথম দিনেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশেরও প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্রোটিয়ারা। ২ জুন ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে পাবে ফাফ দু প্লেসির দল।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির, রাসি ফন ডার ডাসেন।
Comments