ক্যাম্পাসের লিচু পাড়তে গিয়ে স্থানীয়দের হামলায় আহত রাবি’র ৮ ছাত্র
ক্যাম্পাসের গাছের লিচু পাড়তে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট জন শিক্ষার্থী স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতের এই ঘটনায় আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীদের মধ্যে আশিক নামের একজনকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত শিক্ষার্থীদের মধ্যে মাহমুদুর রহমান কানন ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী। অপরজন মেহেদী হাসান আশিক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। এদের মধ্যে কানন রাবি শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। লাঠি দিয়ে পিটিয়ে তার দুই হাত ভেঙে দেওয়া হয়েছে। আর মেহেদী রাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তার পায়ে আঘাত করা হয়েছে। রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু চিকিৎসকদের বরাতে এসব তথ্য জানিয়েছেন।
গত রাত সাড়ে ৯টার দিকে রোকেয়া হলের পাশে এই ঘটনায় আরও ছয় জন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা সেখানে একটি গাছ থেকে লিচু পাড়তে গিয়েছিলেন। গাছের পাহারায় থাকা স্থানীয় লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ১০ জন লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এই ঘটনার পর ছাত্রলীগের প্রায় শ’খানেক নেতা-কর্মী লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু ততক্ষণে স্থানীয় লোকজন সেখান থেকে পালিয়ে যান। আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনার পর রাতেই ছাত্রলীগ নেতা ইমরান ‘হত্যা চেষ্টার অভিযোগ’ এনে ১১ জনের নামে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন বলে ওসি শাহাদাত হোসেন নিশ্চিত করছেন।
Comments