ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে ট্রাক, লরি চলবে না

আগের বছরগুলোর তুলনায় এবার ঈদযাত্রা সহজ বলে আশা করছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
Md Nazrul Islam
৯ মে ২০১৯, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। ছবি: তুহীন শুভ্র অধিকারী

আগের বছরগুলোর তুলনায় এবার ঈদযাত্রা সহজ বলে আশা করছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

আজ (৯ মে) নিরাপদ ও ঝামেলাহীন ঈদযাত্রা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, ঈদের আগের তিনদিন সারাদেশে ট্রাক, লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধ বহনকারী গাড়িগুলো এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।

আগের বছরের তুলনায় এ বছর সারাদেশে সড়কের অবস্থা অনেক ভালো উল্লেখ করে তিনি আরও বলেন, তাই আশা করা যাচ্ছে যে ঈদের বন্ধে যারা বাড়ি যাবেন তারা আগের বছরগুলোর তুলনায় এবার স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

ঈদের সাতদিন আগে এবং পাঁচদিন পর পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টাই খোলা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও, বাসগুলো যাতে ঈদযাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে না পারে তা দেখভালের জন্যে সার্বক্ষণিক নজরদারী দল থাকবে বলেও সচিব জানান। 

Comments