বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড। তবে ডাবলিনে সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে থামলেও আবার শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ফলে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।
ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিল বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে। টস হবার কথা এর আধা ঘণ্টা আগে। সেটাও হয়নি। বৃষ্টির কারণে কভার দিয়ে মাঠ ধেকে রাখা হয়েছে।
বৃষ্টি থামলে কার্টেল ওভারে খেলা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে গত ম্যাচের একাদশ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে বাংলাদেশ একাদশে। অফস্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় রুবেল হোসেনকে একাদশে দেখা যেতে পারে।
আগের ম্যাচে উইন্ডিজকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল বাংলাদেশ। ৩০ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয় পায় টাইগাররা। অন্যদিকে উইন্ডিজ উড়িয়ে দিয়েছিল স্বাগতিকদের। ১৯৬ রানের বিশাল জয় পায় ক্যারিবিয়ানরা।
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড: উইলিয়াম পটারফিল্ড, পল স্ট্রং, অ্যান্ডি বালবিরনি, লরকান টুকার, কেভিন ও'ব্রিয়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, টিম মার্টাঘ, ব্যারি ম্যাককার্থি, জোশ লিটল ও বয়ড র্যানকিন।
Comments