উপজেলার পঞ্চম ধাপের নির্বাচন ১৮ জুন

উপজেলা নির্বাচনের পঞ্চম ও সর্বশেষ ধাপে ১৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। আজ (৯ মে) প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

উপজেলা নির্বাচনের পঞ্চম ও সর্বশেষ ধাপে ১৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। আজ (৯ মে) প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারীদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জের বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago