‘এমন সময় আসে যখন মনে হয়, জীবনের সবকিছু শেষ’
দুই বাংলায় নন্দিত অভিনয়তারকা জয়া আহসানের নতুন ছবি ‘কণ্ঠ’ কলকাতায় মুক্তি পাচ্ছে আজ (১০ মে)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন- শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটি নিয়ে জয়া আহসান বেশ উচ্ছ্বসিত।
ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের অভিনীত চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’। ছবিটিতে আমি একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করছি। এ ধরনের চরিত্র আমি কখনো করিনি। করার সুযোগও হয়নি।”
জয়ার মতে, “এটি একটি ফিরে আসার ছবি। লড়াই করার ছবি। আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয়, জীবনের সবকিছু শেষ। জীবন ফুরিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তখন আমরা হতাশ হয়ে পড়ি। যারা হতাশাগ্রস্ত, বিসাদগ্রস্ত হয়ে পড়ছেন তাদের সবার এই ছবিটি দেখা উচিত।”
‘কণ্ঠ’ ছবির ট্রেলার প্রকাশের পর এর প্রশংসা করেছিলেন বলিউডের অভিনেতা ঋষি কাপুর।
Comments