দেশের জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে সানেমের প্রশ্ন
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে রপ্তানি এবং রেমিটেন্স। কিন্তু, এই দুটি খাত থেকে আয়ের ধীরতার কারণে সরকারের কথার সাথে দেশের অর্থনীতির চালিকাশক্তিগুলোর তথ্য-উপাত্ত মিলছে না।
গতকাল (৯ মে) রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘কোয়াটারলি রিভিউ অফ বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলা হয়।
সংস্থাটির দাবি, সরকারের তথ্যে গত দুই বছরে দেশে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কথা বলা হলেও, বাস্তবতা হচ্ছে একই সময়ে রপ্তানি এবং রেমিটেন্স আয় দুটিই কমেছে।
সানেম এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, গত কয়েক বছরে দেশে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
তার মতে, “অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির একটা ব্যাখ্যা হতে পারে এমন যে সরকার বড় বড় প্রকল্পে খরচ করছে। কিন্তু, বাংলাদেশের মতো একটি কম আয়ের দেশে ভোক্তাদের খরচ বৃদ্ধির বিষয়টি একটি ধাঁধা।”
(সংক্ষেপিত, পুরো রিপোর্ট পড়তে নিচের ইংরেজি লিংকে ক্লিক করুন)
Comments