মিয়ানমার থেকে রাতে ফিরছেন আহত ১০ বাংলাদেশি
মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের আহত আরোহীদের আজ (১০ মে) রাতে একটি বিশেষ ফ্লাইটে করে নিয়ে আসা হবে।
বিমান সূত্র জানায়, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত চারজন যাত্রী, দুজন পাইলট, দুজন কেবিন ক্রু ও দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, আজ বিকাল ৪টায় একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে।
তিনি বলেন, “প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আহতদের নিয়ে আজ রাতে বিশেষ বিমানটি ঢাকায় ফিরে আসবে। সেদেশে থাকা কোনো যাত্রী ফিরতে চাইলে, তাদেরও দেশে ফিরিয়ে আনা হবে।”
উল্লেখ্য, গত ৮ মে সন্ধ্যায় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটি। দুর্ঘটনায় যাত্রীসহ ৩৩ আরোহীর সবাই প্রাণে বেঁচে যান। তবে তারা কমবেশি আহত হন।
Comments