আম্রিসের তাণ্ডবে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

West Indies
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

পল স্টার্লিংয়ের এনে দেওয়া শুরুর পর  অ্যান্ডি বালবার্নির সেঞ্চুরি আর কেভিন ও’ব্রায়েনের ঝড়ে বিশাল সংগ্রহ করে শক্ত চ্যালেঞ্জ দিয়েছিল আয়ারল্যান্ড। আইরিশদের সেই চ্যালেঞ্জ যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন সুনিল আম্রিস। দলকে নিয়ে গেলেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ৩২৭ রান করেও জিততে পারেনি স্বাগতিকরা। সুনিল আম্রিসের ১২৬ বলে ১৪৮ রানের ঝড়ে ওই রান ১৩ বল আগেই নিয়ে নেয় ক্যারিবিয়ানরা।

তিন ম্যাচে বোনাস পয়েন্টসহ দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ক্যারিবিয়ানদের। সেইসঙ্গে নিজেদের রান তাড়ার রেকর্ডও ভেঙেছে জেসন হোল্ডারের দল।

ওয়ানডেতে এটাই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার ঘটনা। এর আগে ২০১৭ সালে পাকিস্তানের দেওয়া ৩০৯ রান তাড়া করে জিতেছিল তারা।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে পল স্টার্লিংয়ের ৭৭,বালবার্নির ১২৪ বলে ১৩৫ আর ও’ব্রায়েনের ৪০ বলে ৬৩ রানে পাহাড়েই চলেছিল আইরিশরা। কিন্তু ব্যাটিং বান্ধব পিচে সেই পাহাড় টপকাতে খুব বেশি বেগ পেতে হয়নি উইন্ডিজকে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ৩২৭/৫ (স্টার্লিং ৭৭, ম্যাককুলাম ৫, বালবার্নি ১৩৫, পোর্টারফিল্ড ৩, ও’ব্রায়েন ৬৩, অ্যাডায়ার ২৫*, উইলসন ৪*; কটরেল ১/৬৭, রোচ ০/৬২, অ্যালেন ০/১৯, গ্যাব্রিয়েল ২/৪৭, হোল্ডার ১/৫৫, নার্স ০/৩৭, চেইস ০/১৩, কার্টার ১/১৯)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৫ ওভারে ৩৩১/৫ (হোপ ৩০, আমব্রিস ১৪৮, ব্রাভো ১৭, চেইস ৪৬, কার্টার ৪৩*, হোল্ডার ৩৬, অ্যালেন ০*; মারটাঘ ০/৬২, অ্যাডায়ার ০/৫৭, লিটল ১/৭৮, ডকরেল ০/৫৩, র‍্যানকিন ৩/৬৫, স্টার্লিং ১/১৪)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সুনীল আম্রিস

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago