বুধবারে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসা সেরে আগামী বুধবার (১৫ মে) দেশে ফিরবেন।
সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি আজ (১২ মে) জানায়, আগামী ১৫ মে ভোর ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওবায়দুল কাদের দেশে ফিরবেন।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন বলেও জানানো হয়।
শ্বাসজনিত সমস্যার কারণে ওবায়দুল কাদেরকে গত ৩ মার্চ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এরপর, তার ধমনীতে তিনটি ব্লক ধরা পড়লে তাকে পরবর্তী চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত ২০ মার্চ সেখানে তার বাইপাস সার্জারি হয়।
Comments