এলিট খেলোয়াড়দের ক্যাম্পে তাসকিন, ইমরুল, এনামুল
জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এলিট স্কোয়াড বানিয়েছে বিসিবি। ১২ থেকে ৩০ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্যাম্পে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডের আলোচনায় থাকা পেসার তাসকিন আহমেদ। আছেন আয়ারল্যান্ডে সফরে থাকা ফরহাদ রেজা। বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে সফরে সুযোগ না পাওয়া ইমরুলকেও রাখা হয়েছে এই ক্যাম্পে।
রোববার (১২ মে) থেকে মিরপুর একাডেমি মাঠে শুরু হয়েছে এই ক্যাম্প। মিজানুর রহমান বাবুলের অধীনে শুরু হওয়া এই ক্যাম্পে ছিলেন না আয়ারল্যান্ড সফরে থাকা তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। আয়ারল্যান্ড সফর শেষে এই ক্যাম্পে যোগ তারা যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি।
ক্যাম্পে আছেন এবার ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়ানো জহুরুল ইসলাম, রকিবুল হাসানের মতো অভিজ্ঞরা। আছেন ফজলে রাব্বি, আরিফুল হক। ব্যাকআপ খেলোয়াড়দের প্রস্তুত রাখার এই ক্যাম্পে ইমরুলের থাকা অনুমিতই ছিলেন, আছেন তিনি।
এই ক্যাম্পে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হককে। এইচপি স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ বয়সীদের হওয়ায় এলিট ক্যাম্পে রাখা হয়েছে বয়েসে কিছুটা অভিজ্ঞদের।
এলিট খেলোয়াড়দের স্কিল ক্যাম্প: এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, মিজানুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, রকিবুল হাসান, ফজলে রাব্বি, আরিফুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান, তানবীর হায়দার, নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, সালাউদ্দিন শাকিল, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।
Comments