প্রত্যাহার করা হলো ফেনীর এসপিকে

জাহাঙ্গীর আলম। ছবি সৌজন্য: প্রথম আলো

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনীর পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে পুলিশের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা জানান, ফেনীর এসপিকে প্রত্যাহার করে সদর দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে।

মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় গতকালই ফেনী থেকে দুজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে অন্যত্র সংযুক্ত করা হয়েছিল। এর একদিন বাদে নুসরাত জাহান হত্যার ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এসপির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।

তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে এর আগে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। শাস্তিমূলক ব্যবস্থা নিতে অভিযুক্ত এসআই (নিরস্ত্র) মো. ইউসুফকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং এসআই (নিরস্ত্র) মো. ইকবাল আহাম্মদকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংযুক্ত করা হয়েছে।

গত ৬ এপ্রিল নুসরাত জাহানকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মাদ্রাসার একদল ছাত্রছাত্রী। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে রাজি না হওয়ায় তারা নুসরাতের গায়ে আগুন দেন। এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এবং মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম অভিযুক্ত ওসিকে রক্ষায় ঘটনা সম্পর্কে ভুল তথ্য পাঠিয়েছিলেন পুলিশ সদর দপ্তরে।

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

10h ago