দুদকের আবেদন খারিজ, জাহালমের মামলা চলবে
বিনাদোষে তিনবছর কারাভোগ করা নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত হাইকোর্টের যে বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন, সেই বেঞ্চেই মামলাটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের দেওয়া স্বতঃপ্রণোদিত রুলসহ এ–সংক্রান্ত আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে দিয়ে আজ (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করতে আবেদনকারী আইনজীবী অমিত দাশগুপ্ত দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এখন ওই রুলের শুনানির জন্য একটি দিন ধার্য করবে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান, অপর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।
উল্লেখ্য, পরিচয় সংক্রান্ত জটিলতার শিকার হয়ে তিনবছর জেল খাটেন জাহালম। গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশের মাধ্যমে তিনি কারাগার থেকে ছাড়া পান।
Comments