পানি পরীক্ষা করতে ওয়াসার ব্যর্থতায় অসন্তুষ্ট হাইকোর্ট
ঢাকার বিভিন্ন এলাকার পানি পরীক্ষা করতে আদালতের দেওয়া আদেশ পালনে ব্যর্থ হওয়ায় ঢাকার পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ওয়াসার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট।
আজ (১৩ মে) এক হাইকোর্ট বেঞ্চ বলেন যে, ঢাকার ১১টি জোনে সরবরাহকৃত ওয়াসার ২২ বোতল পানি সংগ্রহ করে পরীক্ষা করা প্রয়োজন। “এই ২২ বোতল পানি পরীক্ষার জন্য কত টাকা প্রয়োজন”, এমন প্রশ্নও রাখেন আদালত।
ওয়াসার পানি পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, গত সপ্তাহে এমন এক প্রতিবেদন আদালতে উত্থাপিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ আজ এক পর্যবেক্ষণে এসব কথা বলেন।
ওই প্রতিবেদনে কমিটি জানায় যে, প্রয়োজনীয় অনুদান পাওয়া সাপেক্ষে ওয়াসার পানি পরীক্ষার জন্য তাদের কমপক্ষে চারমাস সময় লাগবে।
Comments