এবার ইনজুরিতে কৌতিনহো
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বাজে খেলার পর থেকেই নিজ দলের সমর্থকদের রোষানলে পড়েছেন। তার উপর আরও একটি দুঃসংবাদ শুনলেন এ তারকা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এ ব্রাজিলিয়ান। ফলে কোপা দেল রে'র ফাইনালে তাকে পাওয়া নিয়ে বড় সংশয় সৃষ্টি হয়েছে।
অন্তত ১০দিনের জন্য কৌতিনহোকে মাঠের বাইরে কাটাতে হবে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তার ইনজুরি বার্সেলোনার জন্য বড়সড় ধাক্কাই। কারণ হাঁটুর ইনজুরিতে এর মধ্যেই ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন লুইস সুয়ারেজ। তার উপর ইনজুরিতে ওসমান দেম্বেলেও। তাই কোপা দেল রে'র আগে আক্রমণভাগ বেশ দুর্বল হয়ে পড়ল দলটির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর এ শিরোপাটা খুব করে চাইছে কাতালানরা।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ভালো না খেললেও গেতাফের বিপক্ষে আগের দিন লা লিগার ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন কৌতিনহো। কিন্তু দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে ক্লাবের টুইটারে জানানো হয়েছে, কমপক্ষে ১০দিন কৌতিনহোকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আগামী ২৫ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে খেলবে বার্সেলোনা। এর আগে ব্রাজিলিয়ান প্লেমেকারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইনজুরি সারলেও ম্যাচ ফিটনেস কতোটুকু পাবেন তা নিয়ে ভাবনা রয়েছেই।
Comments