নারায়ণগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৫ বস্তা চাল উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি চালের আড়ত থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) ২৫৫ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব।
সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার চনপাড়া এলাকার চালের আড়তে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলার মনির হোসেনকে আটক করা হয়েছে।
আলেপ উদ্দিন জানান, কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টির জামাতা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনির হোসেন হতদরিদ্রদের চাল আত্মসাৎ করতে ভুয়া ক্রেতার স্বাক্ষরযুক্ত রশিদ দেখায়। রশিদে সব চাল বিক্রি হয়ে গেছে বলে দেখানো হয়। আত্মসাৎ করার উদ্দেশ্যে এই চাল মজুদ করে রেখেছিলেন মনির হোসেন। পরে অভিযান চালিয়ে ওই চালের সন্ধান পাওয়া যায়।
রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, মনির হোসেনের ডিলারশিপের অধীনে ৫৭৭ জন কার্ডধারী আছেন। প্রতি কার্ডধারীর কাছে এক বস্তা (৩০ কেজি) করে চাল বিক্রি করার জন্য খাদ্য অধিদপ্তর তাকে ৫৭৭ বস্তা চাল বরাদ্দ দেয়। বরাদ্দের চাল গত ৩০ এপ্রিল বিক্রি হয়ে যাওয়ার কথা। কিন্তু ডিলার মনির হোসেন ২৫৫ বস্তা চাল বিক্রি না করে গুদামে রেখে দেন। এবং ভুয়া ক্রেতার স্বাক্ষরযুক্ত রশিদ তৈরি করেন। র্যাবের অভিযানে সরকারি চালের বস্তাগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
Comments