দুজনে একসঙ্গে
একটি মুঠোফোনের নতুন বিজ্ঞাপনে মডেল হতে যাচ্ছেন সিয়াম এবং মেহজাবিন। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন পিপলু আর খান। সম্প্রতি একটা অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি।
সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বিজ্ঞাপনটির মূল উপজীব্য হচ্ছে গ্রাহকদের কম খরচে বেশি সেবা দিয়ে তাদের মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। এই বিষয়টিকে আরও শৈল্পিকভাবে তুলে ধরার হবে বিজ্ঞাপনটিতে।”
ঢাকার বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটি নির্মাণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, “চলতি মে মাসের শেষ সপ্তাহ থেকে দর্শকরা বিজ্ঞাপনটি উপভোগ করতে পারবেন বিভিন্ন টিভি চ্যানেলে।”
Comments