পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কমলাপুর থেকে, চট্টগ্রামের বিমানবন্দর স্টেশনে
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ট্রেনের বিভিন্ন গন্তব্যের টিকিট এবার রাজধানীর ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের পশ্চিমাঞ্চলের সকল গন্তব্যের টিকিট শুধুমাত্র কমলাপুর স্টেশন থেকে পাওয়া যাবে। অন্যদিকে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে বিমানবন্দর স্টেশন থেকে।
আজ বুধবার বিকেলে রেলভবনে ঈদের অগ্রিম টিকিট নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এই তথ্য জানান। গত বছর পর্যন্ত দেশের যেকোনো গন্তব্যের যাত্রী কমলাপুর স্টেশন থেকে ট্রেনের আগাম টিকিট কিনতে পারতেন।
রেলমন্ত্রী জানান, এই দুই স্টেশনের বাইরে ময়মনসিংহ ও জামালপুরের যাত্রীদের টিকিট কিনতে হবে তেজগাঁও স্টেশন থেকে। নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেসের টিকিট বিক্রি হবে বনানী স্টেশন থেকে।
অন্যদিকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে ফুলবাড়িয়া এলাকার পুরনো রেলভবন থেকে।
Comments