রাসেলকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে গ্রিন লাইনকে আদেশ হাইকোর্টের
গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাকার নিচে পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি টাকা পরিশোধ করার জন্য আরও সাত দিন সময় দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের এক বেঞ্চ আজ বুধবার আদেশে বলেছে, আগামী ২২ মে’র মেধ্যে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ করতে হবে গ্রিনলাইন পরিবহনকে। এই আদেশ প্রতিপালন করা না হলে পরিবহন সংস্থাটিকে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন আদালত।
গত ১০ এপ্রিল এক মাস সময় দিয়ে ক্ষতিপূরণের টাকা রাসেল সরকারকে দেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই হিসাবে আজ বুধবার টাকা পরিশোধের দিন ছিল। তবে টাকা না দিয়ে সময় বাড়ানোর জন্য আবেদন জানায় গ্রিন লাইন কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে তাদের এক সপ্তাহ সময় বাড়িয়ে দিয়েছেন আদালত।
গত মাসে রাসেলকে আদালতে দুই বিচারকের উপস্থিতিতে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লাখ টাকার চেক দেয় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বাকি টাকা পরিশোধের জন্য তারা এক মাস সময় চেয়ে আবেদন করে। সেই হিসাবে আজই ছিল টাকা পরিশোধের শেষ দিন।
Comments