সাকিব কি ফাইনালে খেলছেন?
আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করার পরই শরীরের পেছনের দিকে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে তার খেলা নিয়ে তাই দেখা দিয়েছিল সংশয়। একদিন পর্যবেক্ষণের পর জানা গেছে তার চোটের অবস্থা গুরুতর নয়। তবে ফাইনালে খেলার মতো অবস্থায় থাকলেও সতর্কতা হিসেবে তাকে বিশ্রামে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি।
আয়ারল্যান্ড থেকে টিম ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বৃহস্পতিবার ফাইনালের আগের দিন সাকিবের চোট পর্যবেক্ষণ করেছেন দলের ফিজিও। তাতে আসেনি কোন চূড়ান্ত সিদ্ধান্ত। দল সূত্রে জানা যায়, সাকিব খেলবেন কি না সেটা ছেড়ে দেওয়া হয়েছে তার নিজের উপর।
আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে বেশ স্বচ্ছন্দেই এগুচ্ছিলেন সাকিব। কিন্তু চল্লিশ পেরুনোর পরই পিঠের বা দিকের ব্যথায় শুয়ে পড়েন তিনি। কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে উঠে দাঁড়িয়ে আবার ব্যাট করেছেন। কিন্তু ৫১ বলে ৫০ রানে যাওয়ার পর দৌঁড়াতে গিয়ে আবার ব্যথা অনুভব করেন তিনি। তখন সোজা বেরিয়ে যান মাঠ থেকে। পরে জানা যায় সাইড স্ট্রেনের সমস্যায় ভোগছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।
সাকিব এই টুর্নামেন্ট খেলছেন আরেকটি চোট থেকে সেরে উঠেই। বিপিএলের ফাইনালে আঙুলে চোট পাওয়ার পর যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। ফিট হয়ে একেবারে আইপিএল খেলেছিলেন তিনি। সেখানে খুব বেশি ম্যাচে সুযোগ না পাওয়ায় তার ম্যাচ অনুশীলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে আইপিএলের সময় ফিটনেস নিয়ে প্রচুর কাজ করে মেদ ঝরিয়ে আগের চেয়ে অনেক ফুরফুরেই দেখাচ্ছে তাকে।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পৌঁনে তিনটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে নামবে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে কোন বহুজাতিক আসরে এটি বাংলাদেশের সপ্তম ফাইনাল। এমন ম্যাচে পুরো শক্তি নিয়েই নামতে চাইবে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপ মাথায় নিলে কোন রকম ঝুঁকিও নিতে চাইবে না দল।
Comments