মাদক-নগদ অর্থসহ শাশুড়ি, জামাই গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক ও নগদ অর্থসহ শাশুড়ি এবং জামাইকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল (১৫ মে) রাতে র্যাব-১৪ এর একদল সদস্য বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮১ বোতল ফেন্সিডিল, ১৬ পিস ইয়াবা বড়ি এবং ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা নগদ উদ্ধার করে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (এডি) চন্দন দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃত রাফিয়া খাতুন (৪০) এবং রফিক মিয়া (২৭)-কে মাদক পাচারকারী হিসেবে দাবি করা হয়।
বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানানো হয়।
Comments