বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি
বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল থিম সং ‘স্ট্যান্ড বাই’ প্রকাশ করেছে আইসিসি। নবাগত শিল্পী লরেন ও ব্রিটিশ ব্যান্ড রুডিমেটালের পরিবেশনায় অংশ নেওয়া দশ দলের কথা মাথায় রেখে একটি ভিডিও তৈরি করা হয়েছে।
শুক্রবার আইসিসি তাদের ওয়েবসাইটে ‘স্ট্যান্ড বাই’ প্রকাশ করে। যুক্তরাজ্যে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষের জীবনাচার ক্রিকেটের মধ্যে মিশিয়ে আনা হয়েছে বিশ্বকাপের আমেজ।
ইংল্যান্ড ও ওয়েলসে এবার বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে, চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১৯৯২ সালের ফরম্যাট এবার ফিরিয়ে আনা হয়েছে বিশ্বকাপে। ১০ দলের সবাই একে অন্যের বিপক্ষে খেলে সেরা চার দল যাবে সেমিফাইনালে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দেখে নেওয়া যাক কেমন হলো- ‘স্ট্যান্ড বাই’:
Comments