আমি এখন দ্বিতীয় ইনিংস খেলবো: কাদের
পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই তার জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ইনশাল্লাহ, আমি এখন দ্বিতীয় ইনিংস খেলবো।”
শারীরিক অসুস্থতার পর সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে আজ (১৯ মে) সকালে নিজ কার্যালয়ে যোগ দেওয়ার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “মরেই তো যেতাম, বেঁচে আছি...। ইনশাল্লাহ, এবার আমি দ্বিতীয় ইনিংস খেলবো। প্রথম ইনিংস শেষ করেছি।”
তিনি আরও বলেন, “সড়কে-পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় ইনিংসে এটাই হবে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।”
তার মতে, “এবার রাস্তা-ঘাটের অবস্থা অতীতের যেকোনো বারের চেয়ে ভালো।”
আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “পাশাপাশি একই দিনে প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একাধিক ফ্লাইওভার এবং আন্ডারপাস উদ্বোধন করবেন।”
এর ফলে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঈদ যাত্রায় অতীতের মতো কোনো ভোগান্তি হবে না বলেও আশা করেন ওবায়দুল কাদের।
আরও পড়ুন:
Comments