রিয়াল ছাড়ার হুমকি দিলেন জিদান
কোচ হিসেবে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদকে আড়াই বছরেই তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন জিনেদিন জিদান। দলকে কিভাবে সাজালে সাফল্য মেলে তা ভালোই জানা আছে তার। যদিও ফের দায়িত্ব নিয়ে খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু সাফল্যের জন্য পছন্দসই দল এখনও পাননি। আগামী মৌসুমের জন্য নিজ হাতে দল গড়তে চাইছেন। তবে তাতে আসছে বাধা। আর এমনটা চলতে থাকলে আবার রিয়াল ছেড়ে দিবেন বলে হুমকি দিয়েছেন এ ফরাসী।
রিয়ালে দারুণ সফল জিদান ক্লাব ছেড়েছিলেন কর্মকর্তাদের সঙ্গে টানাপোড়নের কারণেই। কিন্তু তিনি দল ছাড়ার পর দল ছন্নছাড়া হয়ে পড়ে। মৌসুমের মাঝ পথেই সব টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে দলটি। এরপর কর্মকর্তাদের অনুরোধে আবার ফিরেছেন এ ফরাসী। তবে আবারো সেই একই সমস্যাতেই পড়তে হচ্ছে তাকে।
তবে এবার ঘটনাটা একটু ভিন্ন। গুঞ্জন রয়েছে কেইলর নাভাসকে দল ছাড়তে বলা হয়েছে ক্লাব থেকে। প্রধান গোলরক্ষকের দায়িত্বে থাকবেন থিবো কোর্তুয়া। তাই জিদান তার ছেলে লুকা জিদানকে দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে চাইছেন। আর ক্লাব চাইছে অ্যান্ড্রি লুনিনকে। এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে। তবে তার সিদ্ধান্ত মানা না হলে রিয়াল ছাড়বেন বলেই জানিয়েছেন জিদান, 'আমি সিদ্ধান্ত নিব কে গোলরক্ষক প্রথম কিংবা দ্বিতীয়তে থাকবে। এটা আমার সিদ্ধান্তও। পানির মতো পরিষ্কার। মাই যা চাই তা যদি করতে না পারি, এটা নিশ্চিত যে আমি দায়িত্ব ছেড়ে দিব।'
শুধু লুকাকে নিয়ে নয়, সমস্যা রয়েছে স্কোয়াড সাজানো নিয়েও। জিদান পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ গ্রীষ্মেই গ্যারেথ বেলকে যেন দল ছাড়ে। এছাড়া ক্লাব থেকে নেওয়া নাভাসের দল ছাড়ার বিষয়টিও মানতে পারছেন না তিনি, 'প্রথম একাদশ, রিজার্ভ বেঞ্চ, কারা স্কোয়াডে থাকবে না থাকবে, এটা কেবল আমিই সিদ্ধান্ত নিব।'
সূত্র: ডেইলি স্টার ইউকে।
Comments