প্রিয় সন্তানকে হারালেন পাকিস্তানি ক্রিকেটার
রোববার হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও নেমেছিলেন আসিফ আলি। সেই ম্যাচ খেলার পরই পেয়েছেন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রে চিকিৎসারত ক্যানসার আক্রান্ত প্রিয় কন্যা নূর ফাতিমা যে আর নেই।
বেশ কিছু দিন থেকেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন আসিফের দুই বছরের কন্যা সন্তান নূর ফাতিমা। তার ক্যানসার চতুর্থ ধাপে পৌঁছে যাওয়ায় বাঁচার আশা ছিল কম। মেয়ে যুক্তরাষ্ট্রে হাসপাতালে রেখে ইংল্যান্ডে সিরিজ খেলতে এসেছিলেন আসিফ।
বিশ্বকাপে না থাকা এই অলরাউন্ডার সিরিজ একদম খারাপ করেননি। চরম মানসিক অবস্থার মধ্যেও করেছেন দুই ফিফটি।
সর্বশেষ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার সময় জানতে পারেন মেয়ের অসুস্থতার খবর। উন্নত চিকিৎসা নিতে সর্বোচ্চ চেষ্টাও চালিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই আর কিছু হয়নি।
রোববার ইংল্যান্ডের কাছে ৫৪ রানে হেরেছে পাকিস্তান। ৩৫২ রান তাড়ায় সে ম্যাচে ১৭ বলে ২২ রান করে আউট হন আসিফ। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫১ ও তৃতীয় ওয়ানডেতে করেন ৫২ রান।
খবর : ডন ।
Comments