ভূমধ্যসাগরে নৌকাডুবি: দেশে ফিরেছেন ১৫ জন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে বেঁচে ফেরা ১৫ বাংলাদেশি আজ (২১ মে) দেশে ফিরেছেন।
tunisia
১১ মে ২০১৯, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার ব্যক্তিদের তিউনিসিয়ার জার্জিস শহরে রেড ক্রিসেন্টের একটি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। ছবি: রয়টার্স

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে বেঁচে ফেরা ১৫ বাংলাদেশি আজ (২১ মে) দেশে ফিরেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, আজ সকাল ছয়টার দিকে নৌকাডুবির শিকার এই ১৫ জনকে নিয়ে একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাদেরকে বিমানবন্দরে রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ৯ মে রাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৬০ জন আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। নৌকা থেকে ১৫ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌবাহিনী।

Comments