‘নাম্বার নাইন’ হিসেবে খেলতে চান এমবাপে

'ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসেছি। এখানে আমি অনেক কিছু শিখেছি। আর আমি মনে করি, হয়তো এটা আরও বেশি দায়িত্ব নেওয়ার সময়। সেটা পিএসজিতেই হতে পারে অথবা হয়তো অন্য কোথাও নতুন কোনো প্রকল্পে।' - আগের দিন এ মন্তব্য করে বেশ হইচই ফেলে দিয়েছিলেন পিএসজির ফরাসি তরুণ কিলিয়েন এমবাপে। গুঞ্জন, পিএসজিতে অসুখী এমবাপে হয়ত দল ছাড়ার ইঙ্গিতই দিলেন। রিয়াল মাদ্রিদ হতে পারে সম্ভাব্য গন্তব্য এমন সংবাদও প্রকাশ পেয়েছে।
ছবি: এএফপি

'ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসেছি। এখানে আমি অনেক কিছু শিখেছি। আর আমি মনে করি, হয়তো এটা আরও বেশি দায়িত্ব নেওয়ার সময়। সেটা পিএসজিতেই হতে পারে অথবা হয়তো অন্য কোথাও নতুন কোনো প্রকল্পে।' - আগের দিন এ মন্তব্য করে বেশ হইচই ফেলে দিয়েছিলেন পিএসজির ফরাসি তরুণ কিলিয়েন এমবাপে। গুঞ্জন, পিএসজিতে অসুখী এমবাপে হয়ত দল ছাড়ার ইঙ্গিতই দিলেন। রিয়াল মাদ্রিদ হতে পারে সম্ভাব্য গন্তব্য এমন সংবাদও প্রকাশ পেয়েছে।

তবে ইএসপিএন এফসির সূত্র অনুযায়ী, এমবাপেকে পিএসজি বিক্রি করবেই না। অন্তত এই গ্রীষ্মে তাকে বিক্রির সম্ভাবনা শূন্যের কোটায়। এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, 'ক্লাব এবং এমবাপের মধ্যে যোগাযোগটা খুবই শক্তিশালী। আগের দুই বছরের মত আগামী বছরও সে এখানেই থাকছে।'

তাহলে 'অন্য কোথাও নতুন কোনো প্রকল্পে'র কথা কেন বললেন এমবাপে? এর জবাবে তিনি বলেছিলেন, 'আমার যা বলা উচিত ছিল আমি তাই বলেছি।' দ্বিধাটা আর বাড়িয়ে দিয়েছেন এ তরুণ। অবশ্য ইএসপিএন এফসি জানিয়েছে এর কারণটা ।

চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন এমবাপে। সে ধারায় ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলেন এ তরুণ। ২৮ ম্যাচে করেছেন ৩২ গোল। তবে এ সব করেছেন উইঙ্গার হিসেবে খেলে। দলের মূল স্ট্রাইকার হলেন এদিসন কাভানি। দলের নাম্বার নাইন হিসেবে খেললে হয়ত আর কিছু গোল পেতে পারতেন। সেক্ষেত্রে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির ৩৬ গোল ছাড়িয়ে যাওয়া সম্ভব হতো তার। কিন্তু মূল স্ট্রাইকার হিসেবে না খেলতে পেরে অখুশি এমবাপে।

ইএসপিএন সূত্র আরও জানিয়েছে, এমবাপে বিশ্বাস করেন যে, তিনিই দলের সেরা খেলোয়াড়। এমনকি লিগ ওয়ানেরও। তাই দলে আরও বেশি গুরুত্ব আশা করছেন তিনি। খেলতে চান দলের মূল স্ট্রাইকার হিসেবে, দূরে কোথাও নয়। কোচের সঙ্গে এ ব্যাপারে আলোচনাও হয়েছে। আগামী মৌসুমে হয়তো নাম্বার নাইন হিসেবে দেখা যাবে এ তরুণকে।

সবমিলিয়ে এমবাপে চলতি মৌসুমে করেছেন ৪০টি গোল। আর মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর মোট ৮৬টি ম্যাচ খেলে করেছেন ৫৯টি গোল। রোববার চলতি মৌসুমের ইউএনএফপি (ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন) লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপে। তার সঙ্গে টানা তিনবার জিতলেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কারও।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago