কৃষকদের দোরগোড়ায় গিয়ে ধান কিনলেন নাটোর, চুয়াডাঙ্গার ডিসি

সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছেন নাটোরের ডিসি মোহাম্মদ শাহরিয়াজ। ছবি: সংগৃহীত

উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিয়ে কৃষকরা যখন বেকায়দায়, ঠিক তখনই সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে শুরু করেছেন নাটোর ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক। সরকার নির্ধাতির মণ প্রতি ১,০৪০ টাকা দরে ধান কিনেছেন তারা।

নাটোরে, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ ১৬ মেট্রিকটন ধান কিনেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কাফুরিয়া এলাকায় গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করেন তিনি।

অন্যদিকে ইউএনবির খবরে জানানো হয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দরিদ্র কৃষকদের সঙ্গে ধান কাটা-মাড়াইয়ের কাজ করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাও তার সঙ্গে এই কাজ করেছেন। কৃষকদের সঙ্গে থাকার বার্তা দিয়ে এই কাজ করেন তিনি।

পরে ওই এলাকার কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান ক্রয় করেন জেলা প্রশাসক।

পেয়ারাতলা গ্রামের জেবুন নেসার ১৫ কাঠা জমির ধান কাটা-মাড়াইয়ের কাজ করেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ আহমেদ, মোহাম্মদ ইয়াহিয়া খানকে সঙ্গে নিয়ে এই কাজ করেন গোপাল চন্দ্র দাস।

লোকমুখে খবর ছড়িয়ে পড়তেই, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও স্কাউট সদস্যরা জেলা প্রশাসকের সঙ্গে এই কাজ করেন।

জেবুন নেসা বলেন, টাকার অভাবে লোক লাগিয়ে জমি থেকে ধান তুলতে পারছিলাম না। ছেলেকে সঙ্গে নিয়ে সকাল থেকে এই কাজে নেমেছিলাম। আমাদের দেখে জেলা প্রশাসক অন্যান্য কর্মকর্তাদের নিয়ে আমাদের সঙ্গে কাজে যোগ দেন।

ধান মাড়াইয়ের শেষে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনেছেন জেলা প্রশাসক।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran condemns Israeli attack on state TV as 'war crime'

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago