লাখ টাকার জামদানির হাট

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে শীতলক্ষ্যা পাড়ের প্রাচীন জামদানির হাট। রূপগঞ্জের বিসিক জামদানী শিল্প নগরীতে প্রতি শুক্রবার বসে এই হাট।

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে শীতলক্ষ্যা পাড়ের প্রাচীন জামদানির হাট। রূপগঞ্জের বিসিক জামদানী শিল্প নগরীতে প্রতি শুক্রবার বসে এই হাট।

ফজরের নামাজের পর বসা এই হাট চলে মাত্র ৪৫ মিনিট। এটুকু সময়ের মধ্যেই বিকিকিনি হয়ে যায় প্রায় ২০ লাখ টাকার শাড়ি।

আড়তদারদের হাত হয়ে এখানকার জামদানী চলে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়াও রপ্তানি হয় পৃথিবীর নানা দেশে।

সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লাখ টাকার শাড়িও পাওয়া যায় এখানে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

Comments