অবশেষে ওয়ানডেতে জয়ের দেখা পেলো শ্রীলঙ্কা

Scotland cricket board
ছবি: স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

৫০ ওভারের ক্রিকেটে জয়ের স্বাদ কেমন, সেটি বোধহয় ভুলেই গিয়েছিলো শ্রীলঙ্কা! একের পর এক ম্যাচ হেরে ব্যর্থতার একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপের মাত্র কয়েক দিন বাকি থাকতে হারের এই বৃত্ত ভাঙতে পেরেছে দলটি। দুর্বল স্কটল্যান্ডকে হারিয়ে সাত মাস পর ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা।

গতকাল (২২ মে) দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্কটিশদের ৩৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। এডিনবার্গে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান তোলে দিমুথ করুনারত্নের দল। এরপর স্বাগতিক স্কটল্যান্ডের ইনিংসের ২৭ ওভার শেষে হানা দেয় বৃষ্টি। তাতে বন্ধ হয়ে যায় খেলা। তখন তাদের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ১৩২ রান।

প্রায় পৌনে দুই ঘণ্টা পর ফের খেলা শুরু হলে স্কটল্যান্ড পায় ৩৪ ওভারে ২৩৫ রানের লক্ষ্য। অর্থাৎ শেষ ৭ ওভারে তাদের দরকার হয়ে দাঁড়ায় ১০৩ রান। এই লক্ষ্যের পেছনে ছুটে সফল হয়নি তারা। মেরেকেটে খেলতে গিয়ে চার বল বাকি থাকতেই ১৯৯ রানে গুটিয়ে যায় দলটি।

এর আগে গেলো বছর অক্টোবরে সবশেষ ওয়ানডে জিতেছিলো শ্রীলঙ্কা। নিজেদের মাঠে তারা শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছিলো ২১৯ রানের বিশাল ব্যবধানে। এরপর টানা আট ম্যাচ হেরেছে তারা। হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে।

শ্রীলঙ্কার জন্য স্বস্তির খবর রয়েছে আরও। প্রায় তিন বছর পর তারা প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জেতার কীর্তি গড়েছে। সদ্য সমাপ্ত সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। মাঠে গড়ায়নি একটি বলও। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

Comments