অ্যাপে সমস্যার কথা মানলেন রেলমন্ত্রী, বললেন- অবিক্রীত টিকিট যাবে কাউন্টারে
অ্যাপের মাধ্যমে এবারের ঈদে রেলের টিকিট বিক্রি নিয়ে সৃষ্ট জটিলতার কথা স্বীকার করে নিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। জানালেন, অবিক্রীত টিকিটগুলো কাউন্টারে দেওয়া হবে।
আজ (২২ মে) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এলে তাকে অ্যাপের প্রযুক্তিগত সমস্যার কথা জানানো হয়। তখন তিনি জানান আজ থেকেই অবিক্রীত টিকিটগুলো কাউন্টারে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, এই প্রযুক্তিগত সমস্যার জন্যে রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়ী।
এছাড়াও, অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট পেতে সমস্যা হওয়ার অভিযোগ শুনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে তিন-সদস্য বিশিষ্ট একটি দল কমলাপুর স্টেশন পরিদর্শন করে।
Comments