সেয়ানে সেয়ানে টক্কর, বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জ দেখছেন কোহলি
এবার মাত্র দশ দলের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলই টেস্ট খেলুড়ে। সীমিত ওভারে যেকেউ যে কাউকে টেক্কা দিতে পারে। লিগ ভিত্তিক প্রাথমিক পর্বে উৎরে সেমিফাইনালে যেতে তাই সবাইকে খাটতে হবে প্রচুর। শক্তির বিচারে সেরা দল নিয়েও তাই ভারত অধিনায়ক বিরাট কোহলি নির্ভার হতে পারছেন না, দেখছেন কঠিন চ্যালেঞ্জ।
২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কোহলি। আলো ছড়িয়েছেন ২০১৫ বিশ্বকাপে। তবে এবারই প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
তার আগে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন ভারত অধিনায়ক। তার মতে এবার বিশ্বকাপ হতে যাচ্ছে আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন, ‘ফরম্যাটের কথা ভাবলে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ। যদি দলগুলোর দিকে দেখেন সবাই প্রায় সমানে সমান।’
‘এমনকি আফগানিস্তানও ২০১৫ বিশ্বকাপের পর থেকে অনেক উন্নতি করেছে। সব ম্যাচই সেরা ক্রিকেট খেলতে হবে।’
প্রতিপক্ষ সবাই পাক্কা। তবে তাদের নিয়ে ভেবেই ঘুম হারাম করতে রাজি নন কোহলি। বরং নিজেদের সামর্থ্যে আস্থা তার, ‘সব দলকে নিয়ে আলাদা করে ফোকাস করতে গেলে আমাদের নিজেদের ফোকাসটা নড়ে যাবে। প্রস্তুতি খুব আলাদা কিছু হবে না। আমাদের নিজেদের সামর্থ্য আর নিবেদনের উপর ফোকাস করতে হবে।’
Comments