রিয়ালকে হুমকি দিলেন বেল

আগামী মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় গ্যারেথ বেলকে রাখেননি কোচ জিনেদিন জিদান। তাকে ক্লাব ছাড়তে বলেছেন এ ফরাসী। কিন্তু রিয়ালের সঙ্গে আরও তিন বছরের চুক্তি রয়েছে বেলের। তারপরও বেল ক্লাব ছাড়তে রাজী আছেন। তবে তিন বছরের ক্লাব থেকে যে বেতন ভাতা পেতেন তা চাইছেন এ ওয়েলস তারকা।
আর বেতন ভাতার পরিমাণটাও কম না। মৌসুম প্রতি ১৭ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে ৫১ মিলিয়ন ইউরো। কিন্তু এ অর্থ দিতে চাইছে না ক্লাব। আর এমনটা না করলে রিয়ালকে আরও ক্ষতি গুনতে হবে। স্প্যানিশ রেডিওস্টাদিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুমকিই দিয়েছেন বেল।
‘আমার এখানে আরও তিন বছরের চুক্তি রয়েছে। যদি তারা আমাকে চলে যেতে দেয়, তাহলে তাদের অবশ্যই আমাকে মৌসুম প্রতি প্রাপ্য ১৭ মিলিয়ন ইউরো বেতন-ভাতা দিয়ে দিতে হবে। যদি না দেয়, তাহলে আমি এখানেই থাকব। এবং এখানে যদি আমাকে গলফও খেলতে হয়, তাই খেলব।’- বলেছেন বেল।
বেলকে বেচে দিলে মোটামুটি ভালো অর্থই পাবে রিয়াল। কিন্তু বেলের প্রাপ্য বুঝিয়ে না দিলে সেটা থেকে বঞ্চিত হবে তারা। তবে এতে ক্ষতি কম হবে না বেলেরও। কারণ রিয়ালের হয়ে খুব একটা ম্যাচ পাচ্ছেন না। আগামী মৌসুমে বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় কিনতে যাচ্ছে তারা। আর তাহলে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়েই যাবে তার।
রিয়ালে যোগ দেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে মজা করে বেলকে গলফার বলেছিলেন থিবো কর্তুয়া। কারণ রিয়ালে যোগ দেওয়ার পর তাকে গলফে অনেক সময় দিতে দেখেছেন এ বেলজিয়ান। আর সে সাক্ষাৎকারের সূত্র ধরে সতীর্থরাও বেলকে নিয়ে মজা করত। এখন সেটাই বাস্তবে রূপ দেওয়ার হুমকিটা দিলেন বেল।
অথচ রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ের টটেনহ্যাম বেলকে কিনেছিল রিয়াল। প্রতিদান দিয়েছিলেন তিনি। ক্লাবের হয়ে কতো কীর্তিই না গড়েছেন। তবে ইনজুরির কারণে প্রায়ই মাঠের বাইরে থাকতে হয় তাকে। তার উপর সাম্প্রতিক সময়ে সেরা ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছেন। তাই হঠাতই তাকে আর রাখতে চাইছে না ক্লাবটি।
Comments