চালের আমদানিতে শুল্ক বেড়ে ৫৫ শতাংশ

সরকার চাল আমদানিতে শুল্ক বাড়িয়েছে। কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে বিভিন্ন মহল থেকে এই আমদানি শুল্ক বাড়ানোর দাবির প্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত এল।
ফাইল ছবি

চাল আমদানিতে রেগুলেটরি ডিউটি আরোপ করেছে সরকার। কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে বিভিন্ন মহল থেকে দাবির প্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত এল।

জাতীয় রাজস্ব বোর্ড (এববিআর) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাল আমদানির ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ করা হয়েছে। এই শুল্ক আগে ৩ শতাংশ ছিল। এছাড়াও চালের ওপর ৫ শতাংশ হারে অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এর বাইরে, আগের ২৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রাখা হয়েছে।

এনবিআর বলছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাল আমদানি নিরুৎসাহিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।

সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে, চাল আমদানির ক্ষেত্রে পূর্বের ২৫ শতাংশ আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ ও আগাম ৫ শতাংশ আয়কর মিলিয়ে এখন মোট ৫৫ শতাংশ করভার প্রযোজ্য হবে।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

39m ago