পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে, ভালো অবস্থানে বিজেপি

ভারতের এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ একটি বিশেষ গুরুত্ব বহন করেছিলো। ভারতের নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি নির্বাচনী সভা করেছেন এই রাজ্যটিতে।
mamata banerjee
১৯ মে ২০১৯, ভারতের শেষ দফা নির্বাচনে নিজের ভোট দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। ছবি: রয়টার্স

ভারতের এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ একটি বিশেষ গুরুত্ব বহন করেছিলো। ভারতের নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি নির্বাচনী সভা করেছেন এই রাজ্যটিতে।

দলের প্রার্থীদের পক্ষে পশ্চিমবঙ্গে ১৯টি প্রচারণা সভায় অংশ নেওয়ার সুফল পেলো বিজেপি। ভারতীয় গণমাধ্যমে এখন পর্যন্ত পাওয়া খবরে রাজ্যটিতে ক্ষমতাসীন তৃণমূল মোট আসনের মধ্যে ২৬টিতে এগিয়ে রয়েছে এবং মূল প্রতিদন্দ্বী বিজেপি এগিয়ে রয়েছে ১৫টি আসনে।

উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে বিজেপি এই রাজ্যে মাত্র দুটি আসন পেয়েছিলো।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

12h ago