বাংলাদেশের দলের চোটের হালচাল
সাইড স্ট্রেনের চোটে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামতে পারেননি সাকিব আল হাসান। তবে এখন এই চোট সমস্যা অনেকটাই সেরে গেছে তার। লেস্টার অনুশীলন করেছেন পুরোদমে। কাঁধের চোটে বোলিংটা করতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। সে অবস্থা আগের মতো থাকলেও কোচ স্টিভ রোডস আশা করছেন বিশ্বকাপে কোন এক পর্যায়ে মিলবে অলরাউন্ডার মাহমুদউল্লাহর দেখা।
লেস্টারে অনুশীলন ক্যাম্প শেষ করে কার্ডিফ যাওয়ার আগে দলের চোটগ্রস্থ ক্রিকেটারদের হালচাল দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কোচ স্টিভ রোডস।
সাকিব আল হাসান
আয়ারল্যান্ডের বিপক্ষে লিগ পর্যায়ের শেষ ম্যাচে ব্যাট করার সময় শরীরের পেছনের দিকের ব্যথায় মাঠ ছাড়েন সাকিব। ওই চোটে পরে নামতে পারেননি ফাইনালেও। তবে এই কদিনের বিশ্রামে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার একদমই ফিট হয়ে উঠেছেন বলে জানালেন কোচ, ‘সে ভালোই আছে। সে পুরোদমে অনুশীলন করছে, ব্যাট করছে, ফিল্ডিংয়েও সমস্যা হচ্ছে না। বোলিংয়ে কোন সমস্যা ছিলই না। আমরা আশাবাদী ওর সবই ঠিক থাকবে। ’
মাহমুদউল্লাহ
গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই একটা চোট বয়ে বেড়াচ্ছিলেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপের আগে কাঁধের ওই চোট বাড়াচ্ছিল উদ্বেগ। তবে মূলত ব্যাটসম্যান হওয়ায় মাহমুদউল্লাহর খেলা চালিয়ে যাওয়া নিয়ে সমস্যা হচ্ছে না। কিন্তু দল চায় মাহমুদউল্লাহর চার-পাঁচ ওভারের বোলিংও। সেখানেই বেধেছে ফ্যাসাদ। আপাতত কাঁধের ওই চোট মাহমুদউল্লাহকে বল করতে দিচ্ছে না, এমনকি লম্বা থ্রো করা থেকেও বিরত আছেন তিনি। তার অবস্থার নাটকীয় উন্নতি না হলেও কোচ আশাবাদী বিশ্বকাপের একটা পর্যায়ে গিয়ে হাত ঘোরাতে পারবেন তিনি, ‘সে এখনো বল করতে পারছে না। আমরা আশা করছি বিশ্বকাপে কোন এক ধাপে গিয়ে সে বল করতে পারবে। কিন্তু জানি না কখন এটা সম্ভব। আজ ওর সঙ্গে কথা বলে বুঝতে পারব কেমন অবস্থা ওর।’
সৌম্য সরকার
পিঠের দিকে সামান্য অস্বস্তি থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রামে ছিলেন সৌম্য। কিন্তু ফাইনালে ফিরেই চালিয়েছেন তাণ্ডব। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার পথে ৪১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি। তবে লেস্টারে গিয়েও খুব জোরালো অনুশীলন করতে দেখা যায়নি তাকে। শেষ দিনে একদমই বিশ্রামে ছিলেন তিনি। সৌম্যর কি আবার কোন চোট সমস্যা? কোচ জানালেন ছোটখাটো কিছু সমস্যা এড়াতেই টপ অর্ডারে দলের বড় এই অস্ত্রকে অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে, ‘ওর সামান্য একটু সমস্যা আছে, আমরা চেয়েছি সে যেন বিশ্রামে থাকে। বড় কিছু না। তলিয়ে দেখার মত কিছু না, একেবারের মামুলি ব্যাপার। মাঝেমাঝে বিশ্রাম দরকার হয়। আমরা দেখছি সব কিছুই ঠিক পথে এগুচ্ছে।’
Comments