সিপিএল খেলবেন বিপিএল মাতানো আফিফ

afif
আফিফ হোসেন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

২০১৬ সালে বিপিএলে অফ স্পিনে পাঁচ উইকেট নিয়ে আলো কেড়েছিলেন আফিফ হোসেন। কিন্তু তার মূল কাজটা যে ব্যাটিং কিছুদিন পরই বুঝিয়েছেন। সর্বশেষ বিপিএলে সিলেট সিক্সার্সের সেরা পারফর্মারদের একজন ছিলেন এই তরুণ। তারই ফল পেলেন এবার। আফিফকে দলে নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

এবার সিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন বাংলাদেশের ১৯ ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা এবার সিপিএল খেলতে না চাওয়ায় দোয়ার খুলল আফিফের। গেল মৌসুমে মাহমুদউল্লাহ যে দলে খেলেছিলেন সেই দলই এবার তাকে নিয়েছে।

সাকিব, তামিম ও মাহমুদউল্লাহর পাশাপাশি এর আগে সিপিএল খেলেছেন মেহেদী হাসান মিরাজও। আফিফ তাই পঞ্চম বাংলাদেশি হিসেবে খেলতে যাবেন ক্যারিবিয়ান দীপপুঞ্জের মারকাটারি আসরে। আসছে সেপ্টেম্বরে শুরু হবে সিপিএলের সপ্তম আসর। 

সিপিএলে নিজ দলে কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, শেলডন কটরেল, ইশুরু উদানাদের পাচ্ছেন আফিফ।

এবার বিপিএলে ১২ ম্যাচ ২৪৮ রান করেন আফিফ। সিলেট সিক্সার্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে ওপেন করতে নেমে রাখেন প্রভাব। ২০.৬৬ গড়ে এই রান তুলতে ১২৪.০০ স্ট্রাইকরেট ছিল আফিফের। ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর অফ স্পিন করার সামর্থ্য টি-টোয়েন্টি সংস্করণে বেশ কদর বাড়ছে তার।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

6h ago