মানচিত্র জুড়ে গেরুয়া রঙ
আজ (২৩ মে) সকালে ভারতের লোকসভা নির্বাচনে ফল গণনা শুরু হলে দেখা যায় ক্ষমতাসীন বিজেপি ও এর জোট-প্রার্থীরা মোট ৫৪২টি আসনের মধ্যে এগিয়ে রয়েছে ৩৪৭টি আসনে।
যেখানে সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন সেখানে বিজেপি একক দল হিসেবে ২৮১ আসনে এগিয়ে রয়েছে। গতবার দলটি ২৮২ আসনে জয় লাভ করে নিরঙ্কুশ ক্ষমতা অর্জন করেছিলো।
তাই নির্বাচনের ফল নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তৈরি করা ভারতীয় মানচিত্রে দেখা যাচ্ছে গেরুয়া রঙের আধিক্য।
গেরুয়া রঙ চিহ্নিত বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছে বলেই ভারতীয় মানচিত্র ছেয়ে গেছে এ রঙে।
ভারতীয় গণমাধ্যম সূত্র মতে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি-জোট ৩৪৭টি আসনে, কংগ্রেস-জোট ৮৭টি আসনে এবং অন্যরা ১০৮ আসনে এগিয়ে রয়েছে।
Comments