ইলোরার সুঁই-সুতার বুননে খ্যাতিমানদের ছবি

দেয়ালে সাজানো বিখ্যাত সব ব্যক্তিদের পোর্ট্রেট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান- কে নেই এখানে!

এগুলোর কোনোটাই রঙ তুলিতে আঁকা কিংবা ক্যামেরায় তোলা ছবি নয়। প্রত্যেকটিই সুঁই-সুতার বুননে গড়া!

ইলোরা পারভীন গত বিশ বছর ধরে বুনে চলছেন বিখ্যাত সব ব্যক্তিদের পোর্ট্রেট। এছাড়াও, তিনি সুঁই-সুতায় ফুটিয়ে তুলেছেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ কিছু ঐতিহাসিক ঘটনার চিত্র।

স্বামীর চাকরির সুবাধে রাজধানীর আজিমপুরে একটি সরকারি কোয়ার্টারে স্বামী ও দুই কন্যসহ বাস করেন নড়াইলের মেয়ে ইলোরা।

শিল্পী এস এম সুলতান ছিলেন ইলোরার বাবার বন্ধু। ছোটবেলায় পাশের বাড়িতে থাকা এই গুণি শিল্পীর পাশে বসে তার আঁকা দেখে প্রথম চিত্রশিল্পের প্রতি আগ্রহ তৈরি হয় ইলোরার।

পরবর্তীতে সুলতানের শিষ্য দুলাল চন্দ্র সাহার অনুপ্রেরণায় সুঁই-সুতায় ছবি আঁকা শুরু করেন ইলোরা। তাই দুলাল চন্দ্র সাহাকেই তার গুরুমানেন এই সূচিশিল্পী। এরপর তিনি নীরবে নিভৃতে একে একে এঁকেছেন ৫০টির বেশি ছবি।

এখন সেসব ছবি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সেলাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন ইলোরা।

Comments

The Daily Star  | English

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

9h ago