ববির মন খারাপের গল্প
ঈদে আসছে ববি অভিনীত ছবি ‘নোলক’। সাকিব সনেট পরিচালিত এ ছবিতে ববির বিপরীতে রয়েছেন শাকিব খান। ছবির মুক্তি উপলক্ষে প্রচারণায় সময় দিচ্ছেন তিনি।
কিন্তু, একটি মনখারাপ ববিকে ঘিরে রয়েছে। ইচ্ছে ছিলো ‘নোলক’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে তার বাবাকে নিয়ে আসবেন। তার আগেই প্রয়াত হয়েছেন ববির বাবা। ইচ্ছেটা বুকের খুব গভীরেই রয়ে গেলো।
ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ‘নোলক’ ছবির গল্পটিই আলাদা। দর্শকরা এই ছবির গান, গল্প, অ্যাকশন সবকিছুই পছন্দ করবেন। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি।”
“কিন্তু, আমার খুব মন খারাপ। ‘নোলক’ ছবির শুটিং চলাকালে বাবা পৃথিবী ছেড়ে চলে যান। খুব ইচ্ছে ছিলো ছবিটির প্রিমিয়ারে বাবাকে নিয়ে এসে দেখাবো। কিন্তু, তা আর হলো না,” যোগ করেন ‘খোঁজ- দ্য সার্চ’ অভিনেত্রী ববি।
এর আগে শাকিব খান ও ববি ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। নোলক ছবির কাহিনী লিখেছেন ফেরারী ফরহাদ।
Comments