দেশে ফিরলেন আরও ৩ জন
তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া আরও তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ (২৪ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ফেরত আসা বাংলাদেশিদের নাম মাহফুজ আহমেদ, বিল্লাল আহমেদ এবং বাহাদুর।
বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ বিভাগের ডেস্ক থেকে এ তথ্য জানান জনশক্তি রপ্তানি ব্যুরোর সহকারী পরিচালক তানভীর হোসেন।
গত ৯ মে অবৈধ অভিবাসীদের নিয়ে ইউরোপমুখি একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেলে অন্তত ৬০ জনের মৃত্যু হয়। আশঙ্কা করা হচ্ছে নিহতের অধিকাংশ বাংলাদেশি।
গত ২১ মে নৌকাডুবি থেকে প্রাণে বেঁচে যাওয়া ১৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সরকার অভিবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ করছে।
Comments