দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে গতকাল দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বিজিবি ব্যাটেলিয়ন-৪২ এর ধর্মজৈন সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েদ মেহেদী হাসান জানান, নিহতের নাম আলম হোসেন (৪০)। তিনি উপজেলার কামদেবপুর গ্রামের মোসাহাক আলীর ছেলে।
আমাদের দিনাজপুর সংবাদদাতা জানান, গ্রামবাসীরা আলমকে গরু ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করেছেন।
ওই বিজিবি কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, গতরাত আড়াইটার দিকে সীমান্তের ২০/১০ নম্বর পিলার দিয়ে ভারত থেকে ফেরার পথে কাঁঠালিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আলমকে লক্ষ্য করে গুলি ছুড়েন। আজ সকালে গ্রামবাসীরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় দিনাজপুরের বিজিবি ব্যাটেলিয়নের কর্মকর্তাদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।
Comments