শ্রীলঙ্কা থেকে আইএস জঙ্গি আসছে, কেরালা উপকূলে সর্বোচ্চ সতর্কতা
শ্রীলঙ্কা থেকে নৌকায় চেপে ভারতের লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে তথাকথিত মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের একদল সদস্য, এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভারতের কেরালা রাজ্যের উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
গত ২৩ মে উপকূলীয় সব থানা ও পুলিশ প্রধানের উদ্দেশ্যে এই সতর্কতা জারি করা হয়। এছাড়াও, পুলিশ ও কোস্টগার্ডকে উপকূলের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের খবরে বলা হয়েছে, আরব সাগরে অবস্থিত দ্বীপটির উদ্দেশ্যে যাত্রা করা নৌকাটিতে ১৫ জন আইএস জঙ্গি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
যদিও নিরাপত্তার স্বার্থে প্রায়শই এ ধরনের সতর্কতা জারি করা হয়, তবে এবার যেহেতু জঙ্গিদের সংখ্যা উল্লেখ করে নির্দিষ্ট তথ্য এসেছে, সেক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।
উপকূল পুলিশ বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘‘গত এপ্রিলে শ্রীলঙ্কায় জঙ্গিদের ঘটানো একের পর এক বিস্ফোরণের ঘটনার পর থেকেই এমন একটা কিছু ঘটতে পারে বলে আঁচ করা হয়েছিলো। গত ২৩ মে কলম্বোর পাঠানো গোপন সতর্কবার্তায় সেই আশঙ্কা আরও জোরদার হয়েছে।’’
Comments