বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

কার্ডিফের সোফিয়া গার্ডেনে স্থানীয় সময় সকাল থেকেই ঝরছে তুমুল বৃষ্টি। তাতে বাধায় পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ। এমনকি হতে পারেনি টসও।
rain_in_cardiff
ফাইল ছবি: সাকেব সোবহান

কার্ডিফের সোফিয়া গার্ডেনে স্থানীয় সময় সকাল থেকেই ঝরছে তুমুল বৃষ্টি। তাতে বাধায় পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ। এমনকি হতে পারেনি টসও। 

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। সে অনুযায়ী টস হওয়ার কথা তিনটায়। কিন্তু বিকেল ৩টা ২০ মিনিটে সর্ব শেষ পাওয়া খবর অনুযায়ী কার্ডিফে চলছিল তুমুল বৃষ্টি।

বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলছে সবগুলো দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে পাকিস্তান। অন্যদিকে এটাই বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ।

এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে প্রস্তুতিটা অবশ্য বেশ আগেই শুরু হয়েছে বাংলাদেশের। এই দুটি প্রস্তুতি ম্যাচে তাই নিজেদের ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেওয়ার মিশন বাংলাদেশের। দলসূত্রের খবর এই প্রস্তুতি ম্যাচে ত্রিদেশীয় সিরিজে সাইডস্ট্রেনের চোট পাওয়া সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কম। তবে স্কোয়াডের বাকি ১৪ জন ক্রিকেটারই প্রস্তুত আছেন মাঠে নামার জন্য।

মঙ্গলবার একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে মাশরাফি মর্তুজার দল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

2h ago