কোথায় যাবেন দি লিট? বার্সেলোনা না ম্যানইউতে
আয়াক্স থেকে ফ্রাঙ্কি দি ইয়ংকে নিশ্চিত করার পর থেকেই গুঞ্জন অধিনায়ক মাতাইস দি লিটকে পাচ্ছে বার্সেলোনা। ডাচ ক্লাবটির সঙ্গে এক প্রকার মৌখিক চুক্তিও হয়ে যায় কাতালান ক্লাবটির সঙ্গে। কিন্তু হঠাৎ করেই টুইস্ট। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড বেশ বড়সড় অফারই দেন এ তরুণকে। ফলে গুঞ্জন বার্সাকে হতাশ করে ওল্ড ট্রাফোর্ডেই যাচ্ছেন এ ডাচ তারকা।
নিজেদের ইতিহাসে অন্যতম বাজে মৌসুম কাটিয়েছে ইউনাইটেড। তাই আগামী মৌসুমে দারুণ কিছুর প্রত্যাশায় ভালো খেলোয়াড় আনতে চায় তারা। তাই দি লিটকে পেতে উঠেপড়ে লাগে দলটি। ইএসপিএন এফসসির এক সূত্র জানিয়েছে তাকে সপ্তাহে আড়াই লক্ষ্য পাউন্ড বেতনের প্রস্তাব দিয়েছে ম্যানইউ, যা বার্সেলোনার দেওয়া অফারের চেয়ে ঢের বেশি। এছাড়াও তার এজেন্ট মিনও রাইওলাকে দেওয়া হয়েছে বাড়তি কমিশনের প্রত্যাশা।
তাই গত কয়েকদিন বেশ গুঞ্জন ভাসছে বার্সাকে হতাশ করে ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন দি লিট। তবে ইএসপিএন এফসসির সূত্র আরও জানিয়েছে যে, বাড়তি বেতনভাতাও মন গলাতে পারেনি আয়াক্স অধিনায়কের। তিনি মনেপ্রাণে বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জানা গেছে দি ইয়ংয়ের ন্যায় ৭৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনার সঙ্গে চুক্তিও নাকি হয়ে গেছে!
স্কাই স্পোর্টস সংবাদ অনুযায়ী, ইউনাইটেডকে না'ই করে দিয়েছেন দি লিট। খুব শিগগিরই বার্সেলোনার সঙ্গে চুক্তির কথা প্রকাশ করবেন তিনি।
মূলত, বার্সেলোনার সঙ্গে লিটের চুক্তিটা আটকে আছে এজেন্ট রাইওলা বাড়তি কমিশন দাবী করায়। ২০ শতাংশ কমিশন দাবী করছেন তিনি। তাতে ১৪ মিলিয়ন ইউরোর বেশি দিতে হবে তাকে। যেখানে এজেন্টদের সঙ্গে খেলোয়াড়দের এ কমিশনটা হয়ে থাকে সর্বোচ্চ ৫ থেকে ১০ শতাংশ।
এর আগে দি লিটকে পেতে দৌড়ে বেশ এগিয়ে গিয়েছিল জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। তাকে পেতে চেয়েছিল পিএসজি, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদসহ বেশ কিছু নামীদামী দলও। কারণ ১৯ বছর বয়সী এ খেলোয়াড় এখনই বিশ্বের সেরা ডিফেন্ডারের খেতাব পেয়ে গেছেন। গত মৌসুমের গোল্ডেন বয় পুরষ্কারও মিলেছে তার। তাকে পাওয়ার জন্য ইউরোপিয়ান জায়ান্টদের মধ্যে চলছে কাড়াকাড়ি।
Comments