মালিবাগে বিস্ফোরিত বোমাটি সাধারণ বোমার চেয়ে অনেক শক্তিশালী ছিলো: ডিএমপি প্রধান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান আসাদুজ্জামান মিয়া বলেন যে মালিবাগ মোড়ে গত রাতে যে বোমাটি বিস্ফোরিত হয় তা সাধারণ বোমার চেয়ে অনেক শক্তিশালী ছিলো।
আজ (২৭ মে) বোমায় আহত রিকশাচালক লাল মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।
এ ঘটনায় রাশেদা আখতার বেবি (২৮) নামের একজন সহকারী উপ-পরিদর্শকও আহত হয়েছেন। তাকেও ঢামেকে ভর্তি করা হয়েছে।
গতরাত ৮টা ৫০ মিনিটের দিকে বোমাটি বিস্ফোরিত হলে পুলিশভ্যানের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
ঘটনার পর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ডিবি পুলিশ এবং সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পল্টন থানার পরিদর্শক আবু সিদ্দিক জানান, ফ্লাইওভারের নিচে একটি ফিলিং স্টেশনের কাছে পিকআপ ভ্যানটি রাখা ছিলো। ফিলিং স্টেশনের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ভ্যানের আগুন নেভানো হয় বলেও জানান তিনি।
এদিকে, সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বার্তায় বলা হয়, জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
Comments