বিশ্বকাপের সবচেয়ে তরুণ দল বাংলাদেশ
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে বাংলাদেশে। যাদের প্রত্যেকেই খেলছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। যিনিও খেলতে যাচ্ছেন নিজের তৃতীয় বিশ্বকাপ। এমনটা নেই অন্য কোন দলের। মনে হতেই পারে বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের গড় বয়স সবচেয়ে বেশি। কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ উল্টো। বিশ্বকাপে ১০টি দলের মধ্যে সবচেয়ে তরুণ দলটি বাংলাদেশই!
বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের খেলোয়াড়দের গড় বয়স ২৭.৮ বছর। স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে টেস্ট ক্রিকেটের নবীন দল আফগানিস্তানের খেলোয়াড়রাই সবচেয়ে তরুণ। কিন্তু এক্ষেত্রেও ঘটেছে উল্টোটা। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সের দলটার নাম আফগানিস্তান। আফগানিদের গড় বয়স ৩০.৭ বছর। অথচ দলটি খেলছে তাদের দ্বিতীয় বিশ্বকাপ।
পঞ্চপাণ্ডবকে নিয়ে তৈরি বাংলাদেশ দলের গড় বয়স কম হওয়ার অবশ্য বিশেষ কারণ রয়েছে। সে পাঁচ ক্রিকেটার ছাড়া কেবল সৌম্য সরকার ও সাব্বির রহমানের অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া দলের সাত ক্রিকেটার লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি খেলতে যাচ্ছেন নিজেদের প্রথম বিশ্বকাপ। আর তাদের বেশির ভাগ খেলোয়াড়দের বয়স ২৩/২৩ এর আশেপাশেই।
দল |
গড় বয়স |
শ্রীলঙ্কা |
৩০.৪ বছর |
ইংল্যান্ড |
২৯.৩ বছর |
পাকিস্তান |
২৭.৯ বছর |
দক্ষিণ আফ্রিকা |
৩০.৪ বছর |
নিউজিল্যান্ড |
২৯.৬ বছর |
অস্ট্রেলিয়া |
৩০.৩ বছর |
বাংলাদেশ |
২৭.৮ বছর |
উইন্ডিজ |
২৮.৫ বছর |
ভারত |
৩০.০ বছর |
আফগানিস্তান |
৩০.৭ বছর |
Comments