বিশ্বকাপে চোখ রেখে ভারতের মুখোমুখি বাংলাদেশ
বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি পণ্ড হওয়ায় নিজেদের ঝালিয়ে নেওয়ার ভালো একটি সুযোগ হাতছাড়া হয়েছে স্টিভ রোডসের শিষ্যদের। সেকারণে বিরাট কোহলিদের বিপক্ষে লড়াইটি গুরুত্বের সঙ্গেই নিচ্ছে টাইগাররা।
কার্ডিফে প্রস্তুতি ম্যাচ শুরু হবে মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস।
একই ভেন্যুতে মাশরাফি বিন মর্তুজাদের আগের গা গরমের ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। অন্যদিকে, ভারত তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। দুদিন আগে কেনিংটন ওভালে ব্যাটে-বলের লড়াইয়ে কিউইদের কাছে একেবারে ধরাশায়ী হয়েছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটি।
প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচই! জয়-পরাজয় ছাপিয়ে সেখানে মুখ্য হয়ে ওঠে নিজেদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো পরখ করে নেওয়ার বিষয়টা। তাই বিশ্বকাপে চোখ রেখে বাংলাদেশ মনোযোগ দিচ্ছে ভারত ম্যাচের দিকে।
সোমবার (২৭ মে) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের উদীয়মান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও গাইলেন একই সুর, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বকাপের শেষদিকে ভারতের সঙ্গে আমাদের একটি ম্যাচ আছে। প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে বিশ্বকাপে তা কাজে লাগবে।’
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল না সাকিব আল হাসানের। তবে আশার কথা হলো, ভারতের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে হালকা হ্যামস্ট্রিং চোটে থাকা বাংলাদেশ দলনেতা মাশরাফি খেলবেন কি না তা নিয়ে আছে ধোঁয়াশা।
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২ জুন। সেদিন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বেন সাকিব-তামিম-মুশফিকরা। ভারতেরও প্রথম প্রতিপক্ষ প্রোটিয়ারা। সাউদাম্পটনের রোজ বোলে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন।
Comments